পাতা:শিশু ভোলানাথ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।


প্রথম ছত্রের সূচী
আজকে আমি কত দূর যে ৪২
আমার মা না হয়ে তুমি ৬১
ইচ্ছে করে, মা, যদি তুই ৬৪
এক ষে ছিল চাঁদের কোণায় ২০
এক যে ছিল রাজা ৪৮
ওই-যে রাতের তারা ৩৬
ওরে মোর শিশু ভোলানাথ
কাকা বলেন, সময় হলে ৭৫
কোথায় যেতে ইচ্ছে করে ৪৬
ছোটো ছেলে হওয়ার সাহস ১১
জাগার থেকেই ঘুমোই, আবার ৭০
ঝুঁটিবাঁধা ডাকাত সেজে ৮২
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে ১৮
তুই কি ভাবিস, দিনরাত্তির ৩৯
তোমার কাছে আমিই দুষ্টু ৫৬
দূরে অশথতলায় ৫২
দেখছ না কি নীল মেঘে আজ ৩৪
নেই বা হলেম যেমন তোমার ৩০
পুজোর ছুটি আসে যখন ৫০
বয়স আমার হবে তিরিশ ৬৭
বৃষ্টি কোথায় নুকিয়ে বেড়ায় ৭৩
মাকে আমার পড়ে না মনে ২৬