আখ্যানমঞ্জরী (প্রথম ভাগ)
(পৃ. প্রচ্ছদ)
আখ্যানমঞ্জরী।
ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগরসঙ্কলিত।
[ প্রথমভাগ।]
চতুর্থ সংস্করণ।
প্রকাশক-শ্রীকার্ত্তিক চন্দ্র দে
৬৬ নং কলেজ স্ট্রীট,
কলিকাতা।
১৩২৪
বিজ্ঞাপন।
পূজ্যপাদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সঙ্কলিত আখ্যানমঞ্জরীর প্রথম ভাগ, ১৯২৪ সংবতের সংস্করণ অবলম্বনে এক্ষণে পুনর্মুদ্রিত ও প্রকাশিত হইল। ইহাতে কোনও উপাখ্যান পরিত্যক্ত হয় নাই, তবে ছাত্রগণের বোধসৌকর্য্যার্থে স্থানে স্থানে দুই একটি শব্দের পরিবর্ত্তন করা হইয়াছে মাত্র। ইতি—
সংবৎ ১৯৭০।
প্রকাশক।
সূচী।
এই লেখাটি ১ জানুয়ারি ১৯২৯ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।