আমার আত্মকথা

 আমার

 আত্মকথা

শ্রীবারীন্দ্রকুমার ঘোষ

প্রকাশক—
শ্রীরতিকান্ত নাগ
আর্য্য পাবলিশিং হাউস
কলেজ ষ্ট্রীট, কলিকাতা।

প্রথম সংস্করণ
পৌষ, ১৩৩৮

দাম দুই টাকা]

শ্রীসরস্বতী প্রেস লিঃ,
প্রিণ্টার—শ্রীমহেন্দ্রনাথ দত্ত
১নং রমানাথ মজুমদার ষ্ট্রীট, কলিকাতা

শ্রীমণীন্দ্রনাথ রায়ের করকমলে—

স্নেহের মণি,

 শৈশব থেকে বরোদা জীবন অবধি ঘটনাগুলি এক সঙ্গে সংগ্রহ করে লেখা এই “আমার আত্মকথা” তোমার হাতেই দিলুম। ভবঘুরের শেষ জীবনের তুমি অকৃত্রিম বন্ধু, আমার বড় আদরিণী বোন নির্ম্মাল্যের তুমি চিরসঙ্গী, তোমাকে অদেয় আর আমার কি থাক্‌তে পারে? তবে মানুষের ধর্ম্ম ও সমাজ যাকে ভাল লোক বলে আমি তা’ নই। ভাল-মন্দ, সুন্দর-কুৎসিত, মহান্‌-বীভৎস এমনি কত রসে ভাবে সরস ছবি যে বিশ্ব-শিল্পী দু’হাতে অম্লান বদনে একে চলেছে; তার সুরে ছন্দে হয়তো আমি তাল কাটিনি, কিন্তু মানুষের মন-গড়া সুরে চল্‌তে গিয়ে পদে পদে তাল কেটে গেছে। সে সব ঘটনার আদ্যোপান্ত খুঁটিয়ে এ আত্মকথায় দেওয়া হয় নি, দেবার নয়ও; আন্দামান থেকে দেশে ফিরে অবধি এই বার বছরের কথা তো আপাততঃ চাপাই রয়ে গেল। সব জানলে কি আর তোমরা এমন আদর ক’রে ঘরে ঠাঁই দেবে? নীতিবাগীশ সামাজিক মানুষের পুঁটি মাছের প্রাণে আর কত সয়?

১৩ অগ্রহায়ণ,
১৩৩৮
তোমার—
বারীন দা’

পরিচ্ছেদসমূহ (মূল গ্রন্থে নেই)

সূচীপত্র

পরিচ্ছেদ 
 পৃষ্ঠা
 
 ১৬
 ৩৪
 ৪৩
 ৫৫
 ৬৬
 ৭৫
 ৮৬
 ৯৮
 ১০৭
 ১১৪
 ১২২
 ১৩৪
 ১৪৩
 ১৫২
 ১৬৩
 ১৭৩

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।