কুমার সম্ভব











মহাকবি কালিদাসের সুপ্রসিদ্ধ মহাকাব্যের
প্রথম সাত সর্গের
বাঙ্গালা অনুবাদ।



বিশ্ব বিদ্যালয়ের ফার্স্ট্ আর্টস্ পরীক্ষার্থীদিগের
উপকারার্থে
প্রেসিডেন্সি কলেজের ভূতপূর্ব্ব-সংস্কৃত অধ্যাপক
শ্রীকৃষ্ণকমল ভট্টাচার্য্য বিদ্যাম্বুধি বি, এল কর্ত্তৃক
প্রণীত।
শ্রীহেমনাথ বসু কর্ত্তৃক প্রকাশিত।
সম ১২৮২ সাল।
The Kar Press, 107 Shambazar Street.
Printed by Jadu Nath Mundole.
Published by Hem Nath Bosú,
এই গ্রন্থের পরিচয়-পত্রিকাতে ইহার যে প্রকার অভিপ্রায় উল্লিখিত হইয়াছে, পাঠকবর্গ অনুগ্রহ পূর্ব্বক তদতিরিক্ত অন্য অভিপ্রায় কল্পনা করিবেন না। কোন সুরম্য হর্ম্মের উপকরণ স্বরূপ কাষ্ঠ, ইষ্টক প্রভৃতি অবলোকন করিলে সেই হর্ম্মের সৌন্দর্য্য বিষয়ে যে প্রকার পরিচয় পাওয়া যায়, উপস্থিত বাঙ্গালা অনুবাদ হইতে কুমার-সম্ভবের তদ্রূপ পরিচয় পাওয়া গেলেও যাইতে পারে। তবে কুমার-সম্ভবের অর্থবোধ ও তাৎপর্য্যগ্রহ বিষয়ে বালকদিগের কিঞ্চিৎ সৌকর্য্য যদি এই গ্রন্থ দ্বারা ঘটে, তাহ হইলেই ইহার উদ্দেশ্য সিদ্ধ হইবেক।
২রা আশ্বিন
সন ১২৮২ সাল
|
|
শ্রীকৃষ্ণকমল শর্ম্মা। |
সূচীপত্র



এই লেখাটি ১ জানুয়ারি ১৯২৮ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।

এই লেখাটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে অন্তর্গত কারণ এটি ১৯২৮ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারির পূর্বে প্রকাশিত।
লেখক ১৯৩২ সালে মারা গেছেন, তাই এই লেখাটি সেই সমস্ত দেশে পাবলিক ডোমেইনে অন্তর্গত যেখানে কপিরাইট লেখকের মৃত্যুর ৮০ বছর পর্যন্ত বলবৎ থাকে। এই রচনাটি সেই সমস্ত দেশেও পাবলিক ডোমেইনে অন্তর্গত হতে পারে যেখানে নিজ দেশে প্রকাশনার ক্ষেত্রে প্রলম্বিত কপিরাইট থাকলেও বিদেশী রচনার জন্য স্বল্প সময়ের নিয়ম প্রযোজ্য হয়।