জয়তু নেতাজী (১৯৫০)
প্রকাশক
শ্রীসরোজনাথ সরকার এম. এ., বি এল
কমলা বুক ডিপাে
১৫, বঙ্কিম চ্যাটার্জ্জি ষ্ট্রীট, কলিকাতা।
দামঃ সাড়ে চার টাকা
শ্রীবিভূতিভূষণ বিশ্বাস
শ্রীপতি প্রেস
১৫, ডি. এল. রায় ষ্ট্রীট, কলিকাতা
নেতাজীর পরম-প্রিয়, পরমাত্মীয়
ভারতের সর্ব্ব জাতি
ও সর্ব্ব সম্প্রদায়ের
স্বাধীনতাকামী জনগণের
উদ্দেশে
“তোমার আসন শূন্য আজি, হে বীর, পূর্ণ করো,
ঐ যে দেখি বসুন্ধরা কাঁপল থরো থরো॥
বাজল তূর্য্য আকাশ-পথে,
সূর্য্য আসেন অগ্নি-রথে,
এই প্রভাতে দখিন হাতে বিজয়-খড়্গ ধরো॥
ধর্ম্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী,
অমর বীর্য্য সহায় তোমার, সহায় বজ্রপাণি।
দুর্গম পথ সগৌরবে
তোমার চরণ চিহ্ন লবে,
চিত্তে অভয়-বর্ম্ম তোমার, বক্ষে তাহাই পরো॥”
—(Netaji's Broadcast from Tokyo, on 21, June, 1943)
এই ভুলগুলি সংশােধন করিয়া লইবেন
পৃষ্ঠা | পংক্তি | আছে | হইবে |
২৲ | ১ | কেহ কেহ | কেহ |
২৲ঐ | ১১ | মহাবস্তবদান | মহাবস্তুর দান |
৫ | ২ | Bobylonis | Babylonis |
৬ | ১০ | তাহার | তুহার |
৭ | ৯ | পরিয়াছে গলে! | পরিয়াছে গলে |
৫৪ | ৯ | নির্ব্বিঘ্নে | নির্ব্বিঘ্ন |
৫৬ | ১৭ | শাসক | শাসন |
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।