উপেন্দ্রকিশোর রচনাসমগ্র/ছেলেদের মহাভারত
(পৃ. ১৬৮)
ছেলেদের মহাভারত
গ্রন্থকারের নিবেদন
মহাভারতের আখ্যানকে বালক-বালিকাদিগের উপযোগী করিতে গিয়া উহার স্থানে স্থানে আবরণের প্রয়োজন হইয়াছে। মূল গল্প অক্ষুন্ন রাখিয়া এই কার্য করতে যথাসাধ্য চেষ্টা করিয়াছি, কতদূর কৃতকার্য হইয়াছি বলিতে পারি না। এ বিষয়ে যদি কেহ কোনো ক্রটি দেখিতে পান, দয়া করিয়া আমাকে জানাইলে বিশেষ উপকৃত হইব।
শ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের নিকট এই গ্রন্থপ্রণয়ন বিষয়ে আমি বিশেষভাবে ঋণী। লিখিবার সময় তাহার নিকট উৎসাহ পাইয়াছি, এবং পাণ্ডুলিপির আদ্যোপান্ত তিনি সংশোধন করিয়া দেওয়াতে পুস্তকখানি প্রকাশ করিতে সাহসী হইয়াছি। ইতি—
২২ নং সুকিয়া স্ট্রিট, কলিকাতা ২৩শে ভাদ্র, ১৩১৫ শ্রীউপেন্দ্রকিশোর রায়চৌধুরী
★ছেলেদের মহাভারত | ১৬৮ | |
আদিপর্ব | ১৬৯ | |
সভাপর্ব | ২১০ | |
বনপর্ব | ২২৫ | |
বিরাটপর্ব | ২৪১ | |
উদ্যোগপর্ব | ২৫৬ | |
ভীষ্মপর্ব | ২৬৩ | |
দ্রোণপর্ব | ২৮০ | |
কর্ণপর্ব | ৩০২ | |
শল্যপর্ব | ৩১৩ | |
সৌপ্তিকপর্ব | ৩১৯ | |
স্ত্রীপর্ব | ৩২৩ | |
শান্তিপর্ব | ৩২৬ | |
অনুশাসনপর্ব | ৩২৮ | |
আশ্বমেধিকপর্ব | ৩২৯ | |
আশ্রমবাসিকপর্ব | ৩৩৪ | |
মৌসলপর্ব | ৩৩৮ | |
মহাপ্রস্থানিকপর্ব | ৩৪০ | |
স্বর্গারোহণপর্ব | ৩৪৪ |