পাতা:লালন-গীতিকা.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গানের প্রথম পঙ্‌ক্তির তালিকা
৸৶৹
পদ-সংখ্যা পৃষ্ঠা
২৮ আমার হয় না রে সে মনের মতন মন ১৯
৬৮ আমারে কি রাখবেন গুরু চরণ দাসী ৪৮
১৮ আমি একদিন ও না দেখিলাম তারে ১২
২৫৫ আমি কি তাই জানলে সাধন সিদ্ধি হয় ১৭১
১৯৭ আমি কি দোষ দিব কারে রে ১৩৩
৩০১ আমি যার ভাবে মুড়িয়েছি মাথা ২০৭
২১১ আয় গো যাই নবীর দীনে ১৪২
৩৪৯ আর আমারে মারিস নে মা ২৪০
৩৫২ আর কি আসবে সেই কেলে শশী ২৪২
৩৩২ আর কি গৌর আসবে ফিরে ২২৮
৩৮৮ আর কি বসবো এমন সাধ-বাজারে ২৬৯
৪০৮ আর কি হবে এমন জনম বসবো সাধুর মেলে ২৮২
৩০৮ আর তো কালার সে ভাব নাইকো সই ২১২
২৭৮ আলেফ নামে মিমেতে ১৮৮
১০৫ আল্লা বলো মন রে পাখি ৭২
২৬৮ আশকে উন্মত্ত যারা ১৮১
২৮২ আহাদে আহামদ এসে নবী নাম তার জানালে ১৯১
২৮৯ ইবলীসের ছেজদার ঠাঁই ছেড়ে চাই ছেমদা করা ১৯৫
৪৩৫ উদয় কাল কলি রে ভাই কলি আমি বলি তাই ৩০১
৪৪৭ উপরোধে কাজ দেখ রে ভাই ৩০৮
এই মানুষে সেই মানুষ আছে
৪২২ একদিন পারের কথা ভাবলি না রে ২৯২