পাতা:লালন-গীতিকা.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৸৵৹
লালন-গীতিকা
পদ-সংখ্যা পৃষ্ঠা
১১ যেতে সাধ হয়রে কাশী
১০২ যেদিন ডিম্বভরে ভেসেছিলেন সাঁই ৭০
৬৫ যে পথে সাঁই চলে ফেরে ৪৫
১৯১ যে প্রেমে শ্যাম গৌর হয়েছে ১২৯
৩৭৩ যে ভাব গোপীর ভাবনা ২৫৬
১৬৯ যে যাবি আজ গৌর-প্রেমের হাটে ১১৪
৪২০ যে যা ভাবে সেইরূপ সে হয় ২৯০
২৯৮ যে যারে বোঝায়, সেই বোঝে ২০২
২২২ যে রূপে সাঁই আছে মানুষে ১৪৯
১৩০ যে সাধন-জোরে কেটে যায় কর্ম-ফাঁসি ৮৯
৩৫ রঙমহলে সিঁদ কাটে সদায় ২৪
২৬১ রছুলকে চিনিলে খোদা চেনা যায় ১৭৬
২৬৪ রছুলের সব খলিফা কয় বিদায়-কালে ১৭৮
২২৯ রসের রসিক না হলে কে গো জানতে পায় ১৫৩
৩৭৫ রাখলে সাঁই কূপজল ক'রে ২৫৯
৫৬ রাত পোহালে পাখিটা বলে দে রে যাই ৩৯
৩৬৫ রাধার গুণ কত নন্দলাল তা জানে না ২৫০
১৭৬ রাধার তুলনা পিরিত সামান্য যদি কেহ করে ১১৮
৪৫৫ রূপের ঘরে অটল রূপ বিহারে ৩১৩
১৭ রূপের তুলনা রূপে ১২
১৮৪ লীলে দেখে লাগে ভয় ১২৪