পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সূচীপত্র।


প্রথম খণ্ড।


(১–৯৫৯ পৃষ্ঠা।)

বৌদ্ধযুগ ১১০ পৃঃ।

ডাক (খৃঃ ৮ম—১২শ শতাব্দী) ১০ পৃঃ। খনা (খৃঃ ৮ম—১২শ শতাব্দী) ১০১৫ পৃঃ। রামাই পণ্ডিত (খৃঃ ১০ম—১১শ শতাব্দী) ১৬২৭ পৃঃ। মাণিকচন্দ্র রাজার গান (খৃঃ ১১শ—১২শ শতাব্দী) ২৭৮৪ পৃঃ। ময়ূরভঞ্জ হইতে প্রাপ্ত গোবিন্দচন্দ্রের গীত (খৃঃ ১১শ—১২শ শতাব্দী) ৮৫৯৪ পৃঃ। ময়নামতীর গান (খৃঃ ১১—১২শ শতাব্দী) ৯৫১০১ পৃঃ। দুল্লর্ভ মল্লিক কৃত গোবিন্দচন্দ্রের গান ১০২১১০ পৃঃ।

শিবের গান ১১১১৬১ পৃঃ।

রামাই পণ্ডিত কৃত শিবের গান (খৃঃ ১০ম—১১শ শতাব্দী) ১১১১১৭ পৃঃ। রামকৃষ্ণের শিবায়ন (খৃঃ ১৭শ শতাব্দী) ১১৭১২৮ পৃঃ। জীবন মৈত্রেয় প্রণীত শিবায়ন (১৭৪৪ খৃঃ) ১২৯ পৃঃ। রামেশ্বর ভট্টাচার্য্যের শিবায়ন (১৭৫০ খৃঃ) ১২৯১৩৭ পৃঃ। দ্বিজ কালিদাস কৃত শিবের গান (১৮শ শতাব্দী) ১৩৭১৫৫ পৃঃ। শিবের গানের পরিশিষ্টঃ মালদহের গাজন ১৫৬১৫৭ পৃঃ; বর্দ্ধমানের গাজন ১৫৭১৫৯ পৃঃ; বরিশালের গাজন ১৫৯১৬১ পৃঃ।

প্রাচীন সূর্য্যের গান ১৬২১৭১ পৃঃ।

বরিশাল জেলার ফুল্লশ্রী গ্রামে প্রাপ্ত সূর্য্যের গান ১৬২১৭১ পৃঃ।

মনসা-মঙ্গল ১৭২২৯৯ পৃঃ।

কাণাহরি দত্ত প্রণীত মনসা-মঙ্গল (১২শ শতাব্দী) ১৭৪১৭৬ পৃঃ। নারায়ণ দেব প্রণীত মনসা-মঙ্গল (খৃঃ ১৩শ শতাব্দী) ১৭৬১৮৪ পৃঃ। বিজয় গুপ্ত কৃত মনসা-মঙ্গল (খৃঃ ১৫শ শতাব্দী) ১৮৫২০৭ পৃঃ। দ্বিজ বংশীবদনের মনসা-মঙ্গল (১৫৭৫ খৃঃ) ২০৭২৪৯ পৃঃ। ষষ্ঠীবরের মনসা-মঙ্গল (খৃঃ ১৬শ শতাব্দী) ২৫০২৫৭ পৃঃ। গঙ্গাদাস সেনের মনসা-মঙ্গল (খৃঃ ১৬শ শতাব্দী) ২৫৮ পৃঃ। কেতকাদাস ক্ষেমানন্দ কৃত মনসা-মঙ্গল