রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা
নাম প্রথম পঙক্তি সৃষ্টির তারিখ সৃষ্টিস্থান দেশ এই গ্রন্থে প্রকাশিত
আঁধার আসিতে রজনীর দীপ আঁধার আসিতে রজনীর দীপ নৈবেদ্য
আঁধারে আবৃত ঘন সংশয় আঁধারে আবৃত ঘন সংশয় নৈবেদ্য
আকন্দ সন্ধ্যা আলাের সােনার খেয়া পাড়ি যখন দিলাে গগন পারে ১৯২৪-১২-১৬ চাপাদমালাল আর্জেন্টিনা পূরবী
আকাঙ্ক্ষা ‘আম্র, তোর কী হইতে ইচ্ছা যায় বল্।’ ব্রিটিশ ভারত কণিকা
আকাঙ্ক্ষা আজি শরত তপনে প্রভাত স্বপনে কড়ি ও কোমল
আকাঙ্ক্ষা আর্দ্র তীব্র পূর্ববায়ু বহিতেছে বেগে, ব্রিটিশ ভারত মানসী
আকাশ তলে উঠ‍্ল ফুটে আকাশ তলে উঠ্ল ফুটে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আকাশ-প্রদীপ গোধূলিতে নামল আঁধার ১৯৩৮-০৯-২৪ ব্রিটিশ ভারত আকাশ-প্রদীপ
আকাশে দুই হাতে প্রেম বিলায় ওকে আকাশে দুই হাতে প্রেম বিলায় ওকে রামগড় ব্রিটিশ ভারত গীতিমাল্য
আকাশের চাঁদ হাতে তুলে দাও আকাশের চাঁদ— ব্রিটিশ ভারত সোনার তরী
আকুল আহ্বান অভিমান ক’রে কোথায় গেলি কড়ি ও কোমল
আগন্তুক ওগো সুখী প্রাণ, তোমাদের এই সোলাপুর ব্রিটিশ ভারত মানসী
আগমনী মাঘের বুকে সকৌতুকে কে আজি এলাে, তাহা পূরবী
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে সুরুল ব্রিটিশ ভারত গীতালি
আঘাত করে নিলে জিনে আঘাত করে নিলে জিনে, সুরুল ব্রিটিশ ভারত গীতালি
আঘাতসংঘাত-মাঝে দাঁড়াইনু আসি আঘাতসংঘাত-মাঝে দাঁড়াইনু আসি নৈবেদ্য
আচ্ছন্ন লতার লাবণ্য যেন কচি কিশলয়ে ঘেরা, ব্রিটিশ ভারত ছবি ও গান
আছে আমার হৃদয় আছে ভরে আছে আমার হৃদয় আছে ভরে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আজ আমার প্রণতি গ্রহণ করাে, পৃথিবী আজ আমার প্রণতি গ্রহণ করাে, পৃথিবী, ১৯৩৫-১০-১৬ শান্তিনিকেতন ব্রিটিশ ভারত পত্রপুট
আজ জ্যোত্‍‌স্নারাতে সবাই গেছে বনে আজ জ্যোত্স্নারাতে সবাই গেছে বনে ব্রিটিশ ভারত গীতিমাল্য
আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি ১৯০৯-০১-০১ শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতিমাল্য
আজ ফুল ফুটেছে মোর আসনের ডাইনে বাঁয়ে আজ ফুল ফুটেছে মোর আসনের রামগড় ব্রিটিশ ভারত গীতিমাল্য
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে আজ বরষার রূপ হেরি মানবের মাঝে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আজ বারি ঝরে ঝর ঝর আজ বারি ঝরে ঝর ঝর ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আজি গন্ধবিধুর সমীরণে আজি গন্ধবিধুর সমীরণে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আজি জন্মবাসরের বক্ষ ভেদ করি আজি জন্মবাসরের বক্ষ ভেদ করি মংপু ব্রিটিশ ভারত জন্মদিনে
আজি ঝড়ের রাতে তোমার ব্রিটিশ ভারত গীতবিতান
আজি ঝড়ের রাতে তোমার অভিসার আজি ঝড়ের রাতে তোমার অভিসার ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আজি প্রভাতেও শ্রান্ত নয়নে আজি প্রভাতেও শ্রান্ত নয়নে ব্রিটিশ ভারত স্মরণ
আজি বসন্ত জাগ্রত দ্বারে আজি বসন্ত জাগ্রত দ্বারে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আজি শ্রাবণ-ঘন গহন মোহে আজি শ্রাবণ-ঘন গহন মোহে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে নৈবেদ্য
আজিকার অরণ্যসভারে আজিকার অরণ্যসভারে ১৯৪০-১১-৩০ উদয়ন ব্রিটিশ ভারত রোগশয্যায়
আজিকে এই সকালবেলাতে আজিকে এই সকালবেলাতে শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতিমাল্য
আজিকে তুমি ঘুমাও, আমি জাগিয়া রব দুয়ারে আজিকে তুমি ঘুমাও, আমি জাগিয়া রব দুয়ারে, ব্রিটিশ ভারত স্মরণ
আজু সখি, মুহু মুহু আজু সখি, মুহু মুহু ব্রিটিশ ভারত ভানুসিংহ ঠাকুরের পদাবলী
আত্ম অপমান মোছ তবে অশ্রুজল, চাও হাসি মুখে কড়ি ও কোমল
আত্মশত্রুতা খোঁপা আর এলোচুলে বিবাদ হামাসা, ব্রিটিশ ভারত কণিকা
আত্মসমর্পণ আমি এ কেবল মিছে বলি, জোড়াসাঁকো ব্রিটিশ ভারত মানসী
আত্মসমর্পণ তোমার আনন্দগানে আমি দিব সুর ব্রিটিশ ভারত সোনার তরী
আত্মাভিমান আপনি কণ্টক আমি, আপনি জর্জ্জর কড়ি ও কোমল
আদরিণী একটুখানি সোনার বিন্দু, এক্টুখানি মুখ, ব্রিটিশ ভারত ছবি ও গান
আদিরহস্য বাঁশি বলে, ‘মোর কিছু নাহিকো গৌরব, ব্রিটিশ ভারত কণিকা
আনন্দেরি সাগর থেকে আনন্দেরি সাগর থেকে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আন্-মনা আন্-মনা গাে, আন্-মনা, ১৯২৪-১০-১৮ এস. এস. আন্দিজ পূরবী
আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতালি
আপনাকে এই জানা আমার আপনাকে এই জানা আমার শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতিমাল্য
আপনার মাঝে আমি করি অনুভব আপনার মাঝে আমি করি অনুভব শান্তিনিকেতন ব্রিটিশ ভারত স্মরণ
আবছায়া তারা সেই, ধীরে ধীরে আসিত, ব্রিটিশ ভারত ছবি ও গান
আবার তুমি কেন আইলে হেথায় ব্রিটিশ ভারত সন্ধ্যা সঙ্গীত
আবার আমার হাতে বীণা দাও তুলি আবার আমার হাতে বীণা দাও তুলি নৈবেদ্য
আবার এরা ঘিরেছে মোর মন আবার এরা ঘিরেছে মোর মন ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আবার যদি ইচ্ছা কর আবার যদি ইচ্ছা কর বুদ্ধ গয়া ব্রিটিশ ভারত গীতালি
আবার শ্রাবণ হয়ে এলে ফিরে আবার শ্রাবণ হয়ে এলে ফিরে, সুরুল ব্রিটিশ ভারত গীতালি
আবির্ভাব বহুদিন হল কোন্ ফাল্গুনে ব্রিটিশ ভারত ক্ষণিকা
আবেদন জয় হোক্ মহারাণী! রাজরাজেশ্বরী, ব্রিটিশ ভারত চিত্রা
আমগাছ এ তো সহজ কথা ১৯৩৮-১২-০৫ ব্রিটিশ ভারত আকাশ-প্রদীপ
আমরা কোথায় আছি, কোথায় সুদূরে আমরা কোথায় আছি, কোথায় সুদূরে নৈবেদ্য
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ আমরা বেঁধেছি কাশের গুচ্ছ ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আমাকে এনে দিল এই বুনাে চারাগাছটি আমাকে এনে দিল এই বুনাে চারাগাছটি ১৯৩৫-১১-০৫ শান্তিনিকেতন ব্রিটিশ ভারত পত্রপুট
আমায় বাঁধবে যদি কাজের ডোরে আমায় বাঁধবে যদি কাজের ডোরে ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমার খেলা যখন ছিল তোমার সনে আমার খেলা যখন ছিল তোমার সনে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আমার সকল কাঁটা ধন্য করে আমার সকল কাঁটা ধন্য করে। ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমার আর হবে না দেরি আমার আর হবে না দেরি— শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতালি
আমার এ গান ছেড়েছে তার আমার এ গান ছেড়েছে তার ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আমার এ ঘরে আপনার করে আমার এ ঘরে আপনার করে নৈবেদ্য
আমার এ জন্মদিন-মাঝে আমি হারা আমার এ জন্মদিন-মাঝে আমি হারা, ১৯৪১-০৫-০৬ উদয়ন ব্রিটিশ ভারত শেষ লেখা
আমার এ প্রেম নয় ত ভীরু আমার এ প্রেম নয় ত ভীরু ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আমার এ মানসের কানন কাঙাল আমার এ মানসের কানন কাঙাল নৈবেদ্য
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ আমার এই পথ-চাওয়াতেই আনন্দ শিলাইদহ ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমার একলা ঘরের আড়াল ভেঙে আমার একলা ঘরের আড়াল ভেঙে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আমার কণ্ঠ তাঁরে ডাকে আমার কণ্ঠ তাঁরে ডাকে শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমার কীর্তিরে আমি করি না বিশ্বাস আমার কীর্তিরে আমি করি না বিশ্বাস ১৯৪০-১১-২৮ উদয়ন ব্রিটিশ ভারত রোগশয্যায়
আমার ঘরেতে আর নাই সে যে নাই আমার ঘরেতে আর নাই সে যে নাই— ব্রিটিশ ভারত স্মরণ
আমার চিত্ত তোমায় নিত্য হবে আমার চিত্ত তোমায় নিত্য হবে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আমার ছুটি চারদিকে ধূ ধূ করছে আমার ছুটি চারদিকে ধূ ধূ করছে ব্রিটিশ ভারত পত্রপুট
আমার দিনের শেষ ছায়াটুকু আমার দিনের শেষ ছায়াটুকু ১৯৪০-১১-১৩ জোড়াসাঁকো ব্রিটিশ ভারত রোগশয্যায়
আমার নয়ন-ভুলানো এলে আমার নয়ন-ভুলানো এলে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আমার নামটা দিয়ে ঢেকে রাখি যারে আমার নামটা দিয়ে ঢেকে রাখি যারে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আমার প্রাণের মাঝে যেমন ক'রে আমার প্রাণের মাঝে যেমন ক'রে রামগড় ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমার বাণী আমার প্রাণে লাগে আমার বাণী আমার প্রাণে লাগে। ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমার ব্যথা যখন আনে আমায় আমার ব্যথা যখন আনে আমায় কলকাতা ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমার ভাঙা পথের রাঙা ধুলায় আমার ভাঙা পথের রাঙা ধুলায় কুষ্টিয়া ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমার মাঝে তোমার লীলা হবে আমার মাঝে তোমার লীলা হবে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আমার মাথা নত করে দাও হে তোমার আমার মাথা নত করে দাও হে তোমার ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আমার মিলন লাগি তুমি আমার মিলন লাগি তুমি ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আমার মুখের কথা তোমার আমার মুখের কথা তোমার শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমার যে সব দিতে হবে, সে তো আমি জানি আমার যে সব দিতে হবে, সে তো আমি জানি। শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমার সকল অঙ্গে তোমার পরশ আমার সকল অঙ্গে তোমার পরশ নৈবেদ্য
আমার সকল রসের ধারা আমার সকল রসের ধারা সুরুল ব্রিটিশ ভারত গীতালি
আমার সুখ ভালোবাসা-ঘেরা ঘরে কোমল শয়নে তুমি লোহিত সাগর মানসী
আমার সুরের সাধন রইল পড়ে আমার সুরের সাধন রইল পড়ে। শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতালি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমারে তুমি অশেষ করেছ ১৯১২-০৪-২১ শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতবিতান
আমারে তুমি অশেষ করেছ আমারে তুমি অশেষ করেছ। ১৯১২-০৪-২১ শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমারে দিই তোমার হাতে আমারে দিই তোমার হাতে শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমারে যদি জাগালে আজি নাথ আমারে যদি জাগালে আজি নাথ ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আমারে সৃজন করি যে মহাসম্মান আমারে সৃজন করি যে মহাসম্মান নৈবেদ্য
আমি আমায় করব বড়ো আমি আমায় করব বড়ো, শিলাইদহ ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমি চেয়ে আছি তোমাদের সবাপানে আমি চেয়ে আছি তোমাদের সবাপানে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আমি পথিক, পথ আমারি সাথি আমি পথিক, পথ আমারি সাথি। শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতালি
আমি বহু বাসনায় প্রাণপণে চাই আমি বহু বাসনায় প্রাণপণে চাই ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আমি ভালোবাসি, দেব, এই বাঙ্গালার আমি ভালোবাসি, দেব, এই বাঙ্গালার নৈবেদ্য
আমি যে আর সইতে পারি নে আমি যে আর সইতে পারি নে। সুরুল ব্রিটিশ ভারত গীতালি
আমি হাল ছাড়লে তবে আমি হাল ছাড়লে তবে শিলাইদহ ব্রিটিশ ভারত গীতিমাল্য
আমি হৃদয়েতে পথ কেটেছি আমি হৃদয়েতে পথ কেটেছি, কলকাতা ব্রিটিশ ভারত গীতালি
আমি হেথায় থাকি শুধু আমি হেথায় থাকি শুধু ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আমি-হারা পরাণের অন্ধকার অরণ্য মাঝারে ব্রিটিশ ভারত সন্ধ্যা সঙ্গীত
আর আমায় আমি নিজের শিরে আর আমায় আমি নিজের শিরে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আর নাইরে বেলা নামল ছায়া আর নাইরে বেলা নামল ছায়া ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আরবার ফিরে এল উৎসবের দিন আরবার ফিরে এল উৎসবের দিন। ১৯৪১-০২-২১ উদয়ন ব্রিটিশ ভারত জন্মদিনে
আরম্ভ ও শেষ শেষ কহে, ‘একদিন সব শেষ হবে, ব্রিটিশ ভারত কণিকা
আরো আঘাত সইবে আমার আরো আঘাত সইবে আমার ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আরো একবার যদি পারি আরো একবার যদি পারি ১৯৪১-০৪-০৬ উদয়ন ব্রিটিশ ভারত শেষ লেখা
আরো চাই যে, আমরা চাই গো আরো চাই যে, আমরা চাই গো শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতিমাল্য
আরোগ্যের পথে আরোগ্যের পথে ১৯৪০-১১-২৫ উদয়ন ব্রিটিশ ভারত রোগশয্যায়
আর্ত্তস্বর শ্রাবণে গভীর নিশি, দিগ্বিদিক আছে মিশি, ব্রিটিশ ভারত ছবি ও গান
আলো যে আজ গান করে মোর প্রাণে গো আলো যে আজ গান করে মোর শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতালি
আলো যে যায় রে দেখা আলো যে কলকাতা ব্রিটিশ ভারত গীতালি
আলোকের অন্তরে যে আনন্দের পরশন পাই আলোকের অন্তরে যে আনন্দের পরশন পাই ব্রিটিশ ভারত আরোগ্য
আলোয় আলোকময় করেহে আলোয় আলোকময় করেহে ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আশঙ্কা কে জানে, এ কি ভালো! জোড়াসাঁকো ব্রিটিশ ভারত মানসী
আশঙ্কা ভালােবাসার মূল্য আমায় দু’হাত ভ’রে ১৯২৪-১১-১৭ বুয়েনোস আইরেস আর্জেন্টিনা পূরবী
আশা এ জীবনসূর্য যবে অস্তে গেল চলি কল্পনা
আশা মস্ত যে-সব কাণ্ড করি, শক্ত তেমন নয়; ১৯২৪-১০-১৯ এস. এস. আন্দিজ পূরবী
আশার নৈরাশ্য ওরে আশা, কেন তোর হেন দীন বেশ? ব্রিটিশ ভারত সন্ধ্যা সঙ্গীত
আশার সীমা সকল আকাশ, সকল বাতাস চৈতালি
আশিস্‌গ্রহণ চলিয়াছি রণক্ষেত্রে সংগ্রামের পথে চৈতালি
আশীর্ব্বাদ ইহাদের কর আশীর্ব্বাদ কড়ি ও কোমল
আশীর্ব্বাদ জ্বলিল অরুণরশ্মি আজি ওই তরুণ প্রভাতে মহুয়া
আশীৰ্বাদ এই আমি একমনে সঁপিলাম তাঁরে— শান্তিনিকেতন ব্রিটিশ ভারত গীতালি
আষাঢ় নীল নবঘনে আষাঢ়গগনে ব্রিটিশ ভারত ক্ষণিকা
আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এল আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এল ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আসনতলের মাটির পরে লুটিয়ে রব আসনতলের মাটির পরে লুটিয়ে রব ব্রিটিশ ভারত গীতাঞ্জলি
আসল বয়স ছিল আট, পলাতকা
আহ্বান কোথা আছ? ডাকি আমি। মহুয়া
আহ্বান বিশ্ব জুড়ে ক্ষুব্ধ ইতিহাসে ১৯৩৯-০৪-০১ জোড়াসাঁকো ব্রিটিশ ভারত নবজাতক
আহ্বান আমারে যে ডাক দেবে, এ জীবনে তা’রে বারম্বার ১৯২৪-১০-০১ এস. এস. হারুনা মারু পূরবী
আহ্বান গীত পৃথিবী জুড়িয়া বেজেছে বিষাণ কড়ি ও কোমল