পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সূচীপত্র।
৷৴৹

প্রকাশ (১৫৬০ খৃঃ) ১২০৫১২০৬ পৃঃ। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য-চরিতামৃত (১৬০৬—১৬১৫ খৃঃ) ১২০৬১২৩০ পৃঃ। কৃষ্ণদাসের ভক্তমাল (১৭শ শতাব্দী) ১২৩০১২৩৬ পৃঃ। নরহরি চক্রবর্ত্তীর নরোত্তম-বিলাস (১৬১৪—১৬২৫ খৃঃ) ১২৩৬১২৪৬ পৃঃ। নরহরি চক্রবর্ত্তীর ভক্তি-রত্নাকর (১৬১৪—১৬২৫ খৃঃ) ১২৪৬১২৬৪ পৃঃ। হরিচরণ দাসের অদ্বৈত-মঙ্গল (১৬৫০ খৃঃ) ১২৬৪১২৬৫ পৃঃ। প্রেমদাসের চৈতন্য-চন্দ্রোদয়-কৌমুদী (১৭১২ খৃঃ) ১২৬৫১২৭৭ পৃঃ। আনন্দচন্দ্র দাস-রচিত চৈতন্য-পার্ষদ জগদীশ-পণ্ডিত-চরিত (১৮১৫ খৃঃ) ১২৭৮১২৮০ পৃঃ।

বিবিধ অনুবাদ ১২৮১১৩৫০ পৃঃ।

পীতাম্বরের মার্কণ্ডেয় পুরাণ (১৫৪৫—১৫৫৪ খৃঃ) ১২৮১১২৮৪ পৃঃ। যদুনন্দন দাসের কৃষ্ণকর্ণামৃত (খৃঃ ১৬শ শতাব্দী) ১২৮৫১২৯০ পৃঃ। যদুনন্দন দাসের গোবিন্দ-লীলামৃত (খৃঃ ১৬শ শতাব্দী) ১২৯১১৩০৬ পৃঃ। আলাওয়ালের পদ্মাবৎ (১৬১৮ খৃঃ) ১৩০৭১৩২৩ পৃঃ। গোপাল দাসের রাধাকৃষ্ণ-রস-কল্পলতা (১৫৯০ খৃঃ) ১৩২৩১৩২৮ পৃঃ। গোবিন্দ মিশ্রের গীতা। (১৬৩৫ খৃঃ) ১৩২৮১৩৩১ পৃঃ। দেবাইয়ের বৃহন্নারদীয় পুরাণ (১৬৬৯ খৃঃ) ১৩৩১১৩৩৭ পৃঃ। রসময় দাসের গীতগোবিন্দ ১৩৩৭১৩৩৮ পৃঃ। গিরিধরের গীতগোবিন্দ (১৬৩৬ খৃঃ) ১৩৩৯১৩৪১ পৃঃ। অকিঞ্চন-কৃত জগন্নাথবল্লভ-নাটকানুবাদ (খৃঃ ১৭শ শতাব্দী) ১৩৪২১৩৪৪ পৃঃ। দ্বিজ ভবানন্দের হরিবংশ (খৃঃ ১৮শ শতাব্দী) ১৩৪৪১৩৪৬ পৃঃ। কৃষ্ণদাসের নারদ-পুরাণ ১৩৪৭১৩৪৯ পৃঃ। গোবিন্দদাসের গরুড়-পুরাণ (খৃঃ ১৮শ শতাব্দী) ১৩৪৯১৩৫০ পৃঃ।

বিবিধ ১৩৫১১৪৪০ পৃঃ।

শুক্রেশ্বর ও বাণেশ্বরের রাজমালা (১৪০৭—১৪৩৯ খৃঃ) ১৩৫১১৩৫২ পৃঃ। ফকীররাম কবিভূষণের সখীসেনা (খৃঃ ১৭শ শতাব্দী) ১৩৫২১৩৬৫ পৃঃ। কৃষ্ণরামের রায়মঙ্গল (১৬৮৬—১৬৮৭ খৃঃ) ১৩৬৫১৩৭২ পৃঃ। বিক্রমাদিত্য-কালিদাস-প্রসঙ্গ (খৃঃ ১৭শ শতাব্দী) ১৩৭২১৩৭৯ পৃঃ। দামোদরের বন্যা (১৬৭৩ খৃঃ) ১৩৮০১৩৮২ পৃঃ। দয়ারাম-প্রণীত সারদা-মঙ্গল (খৃঃ ১৭শ শতাব্দী) ১৩৮৩১৪০৩ পৃঃ। রাধাকৃষ্ণ দাসের গোসানী-মঙ্গল (১৬৯৮ খৃঃ) ১৪০৪১৪০৭ পৃঃ। সমসের গাজির গান ১৪০৭১৪০৮ পৃঃ। গৌরীকান্ত দাসের চন্দ্রকান্ত (খৃঃ ১৮শ শতাব্দী) ১৪০৮১৪১২ পৃঃ। রতিরাম কৃত দেবী-সিংহের উৎপীড়ন (খৃঃ ১৮শ শতাব্দী) ১৪১৩১৪১৮ পৃঃ। জয়কৃষ্ণ দাসের মদনমোহন-বন্দনা ১৪১৯১৪২১ পৃঃ। গঙ্গারামের মহারাষ্ট্র-পুরাণ (খৃঃ ১৮শ শতাব্দী) ১৪২১১৪২৫ পৃঃ। বৈদ্যগ্রন্থ (খৃঃ ১৮শ শতাব্দী) ১৪২৬১৪২৭ পৃঃ। জীবন মৈত্রেয়ের ঊষা-হরণ (খৃঃ ১৮শ শতাব্দী) ১৪২৭১৪২৯ পৃঃ। মদনমোহন-রচিত রাস্তার করিতা (১৮৩৬ খৃঃ) ১৪৩০১৪৩২ পৃঃ। কুলীনের সম্বন্ধ-নির্ণয় (খৃঃ ১৯শ শতাব্দী) ১৪৩২১৪৩৫ পৃঃ। ঈশ্বর গুপ্তের বোধেন্দু-বিকাশ (খৃঃ ১৯শ শতাব্দী) ১৪৩৫১৪৪০ পৃঃ।