বত্রিশ সিংহাসন
বত্রিশ সিংহাসন
অর্থাৎ
রাজা বিক্রমাদিত্যের কর্মকাণ্ডও চরিত্র।
হিন্দীপুস্তক হইতে
শ্রীনীলমণি বসাক
কর্তৃক
বঙ্গভাষায় অনুবাদিত।
কলিকাতা সুচারু যন্ত্রে
শ্রীলালচাঁদ বিশ্বাস ও শ্রীগিরিশচন্দ্র বিদ্যরত্ন দ্বারা
বাহির মৃজাপুর, নং ১৩, ভবনে মুদ্রাঙ্কিত।
সন ১২৬১। ইং ১৮৫৪ সাল।
বিজ্ঞাপন।
বত্রিশ সিংহাসন পুস্তক প্রথমে সংস্কৃত ভাষাতে রচিত হয়, তৎপরে বাঙ্গালা, হিন্দী ও ইংরাজী ভাষাতে ক্রমশঃ প্রকাশ হয়। বাঙ্গালা ভাষাতে যে বত্রিশ সিংহাসন পুস্তক দেখাযায়, তাহা পদ্যে রচিত, এবং বিশিষ্ট সমাজে সমাদরণীয় নহে, তাহাও এক্ষণে প্রায় দুষ্প্রাপ্য হইয়াছে। হিন্দী ভাষাতে যে পুস্তক আছে তাহা যদিও এতদ্দেশে প্রচলিত নাই, কিন্তু সর্বোৎকৃষ্টরূপে গণনীয়, এবং তাহাতে রাজা বিক্রমাদিত্যের চরিত্রের অনেক পরিচয় প্রাপ্ত হওয়া যায়। অতএব ঐ হিন্দী। পুস্তক হইতে সরল বঙ্গভাষায় অনুবাদিত হইয়া এই বত্রিশ সিংহাসন পুস্তক মুদ্রিত ও প্রকাশিত হইল।
রাজা বিক্রমাদিত্য দেবতুল্য মনুষ্য ছিলেন। এতদ্দেশীয় লােক সকলকে তাহার সদণবৃত্তান্ত শ্রবণে সাতিশয় সমুৎসুক দেখাযায়। এই বত্রিশ সিংহাসন পাঠ করিলে, বােধ করি, তাহারা বিক্রমাদিত্যের অনেক বৃত্তান্ত অবগত হইতে পারিবেন। বিশেষতঃ বালক বালিকাগণের পক্ষে এই পুস্তক অনেক বিষয়ে উপকারজনক হইবেক,। এই পুস্তক প্রচার দ্বারা যদি আমার এই আকাঙ্ক্ষা সম্পূর্ণ ও সফল হয়, তাহা হইলে এতৎসঙ্কলনের সকল শ্রম সার্থক জ্ঞান করিব। এই পুস্তক, শ্রীযুত গিরিশচন্দ্র বিদ্যারত্ন মহাশয় কর্তৃক সংশােধিত হইল।
সন ১২৬১ সাল। | |
২৯ এ, ভাদ্র। |
সূচীপত্র। | ||
১ | ||
৯ | ||
২৫ | ||
৩৬ | ||
৪১ | ||
৪৬ | ||
৫৫ | ||
৬০ | ||
৬৪ | ||
৭৪ | ||
৭৬ | ||
৮১ | ||
৮৬ | ||
৯৪ | ||
৯৮ | ||
১০১ | ||
১১৩ | ||
১২০ | ||
১২৬ | ||
১৩২ | ||
১৩৭ | ||
১৪০ | ||
১৫৪ | ||
১৬০ | ||
১৬৮ | ||
১৭৭ | ||
১৮০ | ||
১৮৬ | ||
১৮৯ | ||
১৯৪ | ||
১৯৭ | ||
২০৩ | ||
২০৬ | ||
সমাপ্ত |
২০৯ |
বিজ্ঞাপন।
সর্বসাধারণ সমীপে নিবেদন এই
শ্রীলালাদ বিশ্বাস, যিনি ইষ্টান্হোপ যন্ত্রের প্রধান অধ্যক্ষ ছিলেন, তিনি এক্ষণে উক্ত যন্ত্র পরিত্যাগ পুরঃসর শ্রীযুত গিরিশচন্দ্র বিদ্যারত্নের সহযোগে, সাং কলিকাতা বাহির মৃজাপুর চাসাধোবা পাড়ায়, নং ১৩ ভবনে “কলিকাতা সুচারু যন্ত্র,, স্থাপন করিলেন। যে কোন মহাশয়ের যে কোন বিষয়ের মুদ্রাঙ্কন প্রয়োজন হইবেক, অনুগ্রহপ্রকাশপূর্ব্বক উক্ত যন্ত্রালয়ে প্রেরণ করিলে, তৎক্ষণাৎ তাঁহাদিগের আজ্ঞানুরূপ, উত্তমরূপে ও স্বল্প মূল্যে, কর্ম্ম সম্পন্ন করা যাইবেক।
শ্রীগিরিশচন্দ্র বিদ্যারত্ন।
কলিকাতা সুচারু যন্ত্র।
সন ১২৬১ সাল, ২৯ ভাদ্র।
|
|
যন্ত্রাধ্যক্ষ।
|
এই লেখাটি ১ জানুয়ারি ১৯২৯ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।
এই লেখাটি ১ জানুয়ারি ১৯২৯ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।