নির্ঘণ্ট:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu
নাম | বঙ্গ সাহিত্য পরিচয় |
---|---|
খণ্ড | ২ |
লেখক | দীনেশচন্দ্র সেন |
প্রকাশক | কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেস |
প্রকাশস্থান | কলকাতা |
প্রকাশসাল | ১৯১৪ খ্রিস্টাব্দ (১৩২১ বঙ্গাব্দ) |
মুদ্রক | কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেস |
উৎস | |
প্রগতি | সব পাতার মুদ্রণ সংশোধন করা হয়নি |
খণ্ডসমূহ | প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড |
বইয়ের পাতাগুলি
চণ্ডিদাসের শ্রীকৃষ্ণ-কীর্ত্তন (খৃঃ ১৪শ শতাব্দী) ৯৬৩—৯৬৮ পৃঃ। চণ্ডিদাসের পদাবলী (খৃঃ ১৪শ শতাব্দী) ৯৬৮—১০০২ পৃঃ। রামমণির পদাবলী (খৃঃ ১৪শ শতাব্দী) ১০০২—১০০৪ পৃঃ। বিদ্যাপতির পদাবলী (খৃঃ ১৪-১৫শ শতাব্দী) ১০০৫—১০২৬ পৃঃ। গোবিন্দদাসের পদাবলী (খৃঃ ১৬শ শতাব্দী) ১০২৬—১০৫২ পৃঃ। গোবিন্দ চক্রবর্ত্তীর পদাবলী (খৃঃ ১৬শ শতাব্দী) ১০৫২—১০৫৫ পৃঃ। জ্ঞানদাসের পদাবলী (খৃঃ ১৬শ শতাব্দী) ১০৫৫—১০৬৪ পৃঃ। বলরাম দাসের পদাবলী (খৃঃ ১৬-১৭শ শতাব্দী) ১০৬৫—১০৭৪ পৃঃ। ঘনশ্যাম দাসের পদাবলী (খৃঃ ১৭শ শতাব্দী) ১০৭৫—১০৮৯ পৃঃ। অপরাপর প্রাচীন কবিগণের—যথা, মুরারি গুপ্ত, সনাতন, বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, নরহরি, রামানন্দ, বৃন্দাবন দাস, রঘুনাথ দাস, বংশীবদন, অনন্ত দাস, লোচন দাস, রায় বসন্ত, যদুনন্দন, যদুনাথ দাস, যাদবেন্দ্র, শ্রীদাম দাস, পুরুষোত্তম, কবিরঞ্জন, প্রেমদাস, জগন্নাথ দাস, রাধামোহন, নরসিংহ দাস, দ্বিজ মাধব, দুখিনী, জ্ঞান-হরিদাস, দ্বিজ ভীম, নরোত্তম দাস, দ্বিজ হরিদাস, ভূপতি সিংহ, বীর হাম্বীর, উদ্ধব দাস, শ্যামানন্দ, জগদানন্দ, মাধব, কবিশেখর, রায়শেখর-চন্দ্রশেখর-শশিশেখর, দ্বিজ শ্যামদাস, রামচন্দ্র, কামদেব দাস, গোপীরমণ, রাজা নৃসিংহদেব, মাধবী দাসী, প্রেমদাস, জয়কৃষ্ণ দাস, রঘুনন্দন গোস্বামী, মুসলমান বৈষ্ণব-পদকর্ত্তা আলওয়াল, অলিরাজা, সাহ আকবর, নসির মামুদ, হবিব, সালবেগ, কবীর, সেথ লাল, ফতন, ভিখন ও সৈয়দ মর্ত্ত জার পদাবলী (খৃঃ ১৫-১৮শ শতাব্দী) ১০৯০—১১৪৬ পৃঃ।
গোবিন্দদাসের কড়চা (১৫১০—১৫১১ খৃঃ) ১১৪৭—১১৬৩ পৃঃ। জয়ানন্দের চৈতন্য-মঙ্গল (১৫৪০ খৃঃ) ১১৬৩—১১৭০ পৃঃ। বৃন্দাবন দাসের শ্রীচৈতন্য-ভাগবত (১৫০৭—১৫৮৯ খৃঃ) ১১৭১—১১৯০ পৃঃ। লোচনদাসের চৈতন্য-মঙ্গল (১৫৩৭ খৃঃ) ১১৯০—১১৯৬ পৃঃ। নিত্যানন্দের প্রেমবিলাস (১৬শ শতাব্দী) ১১৯৭—১২০৫ পৃঃ। ঈশান নাগরের
অদ্বৈত-প্রকাশ (১৫৬০ খৃঃ) ১২০৫—১২০৬ পৃঃ। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য-চরিতামৃত (১৬০৬—১৬১৫ খৃঃ) ১২০৬—১২৩০ পৃঃ। কৃষ্ণদাসের ভক্তমাল (১৭শ শতাব্দী) ১২৩০—১২৩৬ পৃঃ। নরহরি চক্রবর্ত্তীর নরোত্তম-বিলাস (১৬১৪—১৬২৫ খৃঃ) ১২৩৬—১২৪৬ পৃঃ। নরহরি চক্রবর্ত্তীর ভক্তি-রত্নাকর (১৬১৪—১৬২৫ খৃঃ) ১২৪৬—১২৬৪ পৃঃ। হরিচরণ দাসের অদ্বৈত-মঙ্গল (১৬৫০ খৃঃ) ১২৬৪—১২৬৫ পৃঃ। প্রেমদাসের চৈতন্য-চন্দ্রোদয়-কৌমুদী (১৭১২ খৃঃ) ১২৬৫—১২৭৭ পৃঃ। আনন্দচন্দ্র দাস-রচিত চৈতন্য-পার্ষদ জগদীশ-পণ্ডিত-চরিত (১৮১৫ খৃঃ) ১২৭৮—১২৮০ পৃঃ।
পীতাম্বরের মার্কণ্ডেয় পুরাণ (১৫৪৫—১৫৫৪ খৃঃ) ১২৮১—১২৮৪ পৃঃ। যদুনন্দন দাসের কৃষ্ণকর্ণামৃত (খৃঃ ১৬শ শতাব্দী) ১২৮৫—১২৯০ পৃঃ। যদুনন্দন দাসের গোবিন্দ-লীলামৃত (খৃঃ ১৬শ শতাব্দী) ১২৯১—১৩০৬ পৃঃ। আলাওয়ালের পদ্মাবৎ (১৬১৮ খৃঃ) ১৩০৭—১৩২৩ পৃঃ। গোপাল দাসের রাধাকৃষ্ণ-রস-কল্পলতা (১৫৯০ খৃঃ) ১৩২৩—১৩২৮ পৃঃ। গোবিন্দ মিশ্রের গীতা। (১৬৩৫ খৃঃ) ১৩২৮—১৩৩১ পৃঃ। দেবাইয়ের বৃহন্নারদীয় পুরাণ (১৬৬৯ খৃঃ) ১৩৩১—১৩৩৭ পৃঃ। রসময় দাসের গীতগোবিন্দ ১৩৩৭—১৩৩৮ পৃঃ। গিরিধরের গীতগোবিন্দ (১৬৩৬ খৃঃ) ১৩৩৯—১৩৪১ পৃঃ। অকিঞ্চন-কৃত জগন্নাথবল্লভ-নাটকানুবাদ (খৃঃ ১৭শ শতাব্দী) ১৩৪২—১৩৪৪ পৃঃ। দ্বিজ ভবানন্দের হরিবংশ (খৃঃ ১৮শ শতাব্দী) ১৩৪৪—১৩৪৬ পৃঃ। কৃষ্ণদাসের নারদ-পুরাণ ১৩৪৭—১৩৪৯ পৃঃ। গোবিন্দদাসের গরুড়-পুরাণ (খৃঃ ১৮শ শতাব্দী) ১৩৪৯—১৩৫০ পৃঃ।
শুক্রেশ্বর ও বাণেশ্বরের রাজমালা (১৪০৭—১৪৩৯ খৃঃ) ১৩৫১—১৩৫২ পৃঃ। ফকীররাম কবিভূষণের সখীসেনা (খৃঃ ১৭শ শতাব্দী) ১৩৫২—১৩৬৫ পৃঃ। কৃষ্ণরামের রায়মঙ্গল (১৬৮৬—১৬৮৭ খৃঃ) ১৩৬৫—১৩৭২ পৃঃ। বিক্রমাদিত্য-কালিদাস-প্রসঙ্গ (খৃঃ ১৭শ শতাব্দী) ১৩৭২—১৩৭৯ পৃঃ। দামোদরের বন্যা (১৬৭৩ খৃঃ) ১৩৮০—১৩৮২ পৃঃ। দয়ারাম-প্রণীত সারদা-মঙ্গল (খৃঃ ১৭শ শতাব্দী) ১৩৮৩—১৪০৩ পৃঃ। রাধাকৃষ্ণ দাসের গোসানী-মঙ্গল (১৬৯৮ খৃঃ) ১৪০৪—১৪০৭ পৃঃ। সমসের গাজির গান ১৪০৭—১৪০৮ পৃঃ। গৌরীকান্ত দাসের চন্দ্রকান্ত (খৃঃ ১৮শ শতাব্দী) ১৪০৮—১৪১২ পৃঃ। রতিরাম কৃত দেবী-সিংহের উৎপীড়ন (খৃঃ ১৮শ শতাব্দী) ১৪১৩—১৪১৮ পৃঃ। জয়কৃষ্ণ দাসের মদনমোহন-বন্দনা ১৪১৯—১৪২১ পৃঃ। গঙ্গারামের মহারাষ্ট্র-পুরাণ (খৃঃ ১৮শ শতাব্দী) ১৪২১—১৪২৫ পৃঃ। বৈদ্যগ্রন্থ (খৃঃ ১৮শ শতাব্দী) ১৪২৬—১৪২৭ পৃঃ। জীবন মৈত্রেয়ের ঊষা-হরণ (খৃঃ ১৮শ শতাব্দী) ১৪২৭—১৪২৯ পৃঃ। মদনমোহন-রচিত রাস্তার করিতা (১৮৩৬ খৃঃ) ১৪৩০—১৪৩২ পৃঃ। কুলীনের সম্বন্ধ-নির্ণয় (খৃঃ ১৯শ শতাব্দী) ১৪৩২—১৪৩৫ পৃঃ। ঈশ্বর গুপ্তের বোধেন্দু-বিকাশ (খৃঃ ১৯শ শতাব্দী) ১৪৩৫—১৪৪০ পৃঃ।
রামপ্রসাদ সেনের বিদ্যাসুন্দর (১৭১৮—১৭৭৪ খৃঃ) ১৪৪১—১৪৪৯ পৃঃ। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল (১৭১২—১৭৬০ খৃঃ) ১৪৪৯—১৪৬৭ পৃঃ। ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর (১৭১২—১৭৬০ খৃঃ) ১৪৬৮—১৪৭৬ পৃঃ। জয়নারায়ণ সেনের হরিলীলা (খৃঃ ১৮শ শতাব্দী) ১৪৭৭—১৫১২ পৃঃ। জয়নারায়ণের কাশীবর্ণনা (১৮০০ খৃঃ) ১৫১২—১৫২১ পৃঃ।
রামপ্রসাদী গান (১৭১৮—১৮০৪ খৃঃ) ১৫২২—১৫৩৮ পৃঃ। আজু গোঁসাই (১৭১৮—১৮০৪ খৃঃ) ১৫৩৮—১৫৩৯ পৃঃ। নিধু বাবুর গান (১৭৩৮—১৮২৫ খৃঃ) ১৫৩৯—১৫৪৭ পৃঃ। কবির গানঃ—রঘু মুচি (খৃঃ ১৭শ শতাব্দী) ১৫৪৮—১৫৪৯ পৃঃ; রাসু নৃসিংহ (খৃঃ ১৭শ শতাব্দী) ১৫৪৯—১৫৫১ পৃঃ; গোঁজলা গুঁই (খৃঃ ১৭শ শতাব্দী) ১৫৫১ পৃঃ; কেষ্টা মুচি (খৃঃ ১৭শ শতাব্দী) ১৫৫১—১৫৫২ পৃঃ; হরু ঠাকুরের গান (১৭৩৮—১৮১৩ খৃঃ) ১৫৫২—১৫৫৮ পৃঃ; নিত্যানন্দ বৈরাগীর গান (১৭৫১—১৮২১ খৃঃ) ১৫৫৮—১৫৫৯ পৃঃ; রাম বসুর গান (১৭৮৬—১৮২৮ খৃঃ) ১৫৫৯—১৫৬৩ পৃঃ; যজ্ঞেশ্বরী (খৃঃ ২০শ শতাব্দী) ১৫৬৩—১৫৬৪ পৃঃ; আন্টুনি সাহেবের গান (খৃঃ ২০শ শতাব্দী) ১৫৬৪—১৫৬৬ পৃঃ; গদাধর মুখোপাধ্যায়ের গান (খৃঃ ২০শ শতাব্দী) ১৫৬৬—১৫৬৯ পৃঃ; কৃষ্ণমোহন ভট্টাচার্য্যের গান (খৃঃ ২০শ শতাব্দী) ১৫৬৯ পৃঃ। দাশরথি রায়ের পাঁচালী (১৮০৪ খৃঃ) ১৫৭০—১৫৭৭ পৃঃ। গোবিন্দ অধিকারীর গান (১৭৯৭ খৃঃ) ১৫৭৭—১৫৮৬ পৃঃ। কৃষ্ণকমল গোস্বামী (১৮১০ খৃঃ) ১৫৮৬—১৬২০ পৃঃ। রঘুনাথ রায়ের গান (১৭৫০—১৮৩৬ খৃঃ) ১৬২০—১৬২১ পৃঃ। রাজা রামমোহন রায়ের গান (১৭৭৪—১৮৩৩ খৃঃ) ১৬২১—১৬২২ পৃঃ। দেওয়ান রামদুলালের গান (১৭৮৫—১৮৫১ খৃঃ) ১৬২৩ পৃঃ। রাধামোহন সেনের সঙ্গীত-তরঙ্গ (১৯শ শতাব্দী) ১৬২৩—১৬২৫ পৃঃ। গোপাল উড়ে (১৭৯৭ খৃঃ) ১৬২৬—১৬২৯ পৃঃ।
জ্ঞানাদি-সাধনা (খৃঃ ১৭শ শতাব্দী) ১৬৩০—১৬৩৭ পৃঃ। প্রাচীন দলিলঃ—প্রথম দলিল (১৭১৭ খৃঃ) ১৬৩৮—১৬৪০ পৃঃ; দ্বিতীয় দলিল (১৭৩২ খৃঃ) ১৬৪১—১৬৪৩ পৃঃ। নরেশ্বর দাসের চম্পক-কলিকা (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৪৪—১৬৪৯ পৃঃ। অকিঞ্চন দাসের বিবর্ত্ত-বিলাস (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৪৯—১৬৫৫ পৃঃ। রাধাবল্লভ দাসের সহজ-তত্ত্ব (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৫৫—১৬৫৮ পৃঃ। চৈতন্যদাস-কৃত রসভক্তি-চন্দ্রিকা বা আশ্রয়-নির্ণয় (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৫৮—১৬৬১ পৃঃ। যুগল কিশোর দাস-রচিত প্রেম-বিলাস (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৬১—১৬৬৭ পৃঃ। রাধা-রস-কারিকা (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৬৭—১৬৭১ পৃঃ।
একখানি প্রাচীন পত্র (১৫৫৫ খৃঃ) ১৬৭২ পৃঃ। আদালতের আরজি (১৬৮৮ খৃঃ) ১৬৭৩ পৃঃ। আদালতের আরজি (১৬৮৯ খৃঃ) ১৬৭৩ পৃঃ। বৃন্দাবন-পরিক্রমা (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৭৪—১৬৭৫ পৃঃ। কুলজী-পটী-ব্যাখ্যা (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৭৫—১৬৭৭ পৃঃ। জয়নাথ ঘোষের রাজোপাখ্যান (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৭৭—১৬৭৯ পৃঃ। কেরি-কৃত কথোপকথন (১৮০১ খৃঃ) ১৬৭৯—১৬৮২ পৃঃ। রামরাম বসুর রচিত রাজা প্রতাপাদিত্য-চরিত্র (১৮০১ খৃঃ) ১৬৮২—১৬৯৮ পৃঃ। রাজীব লোচনের কৃষ্ণচন্দ্র-চরিত (১৮১১ খৃঃ) ১৬৯৮—১৭০০ পৃঃ। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রবোধ-চন্দ্রিকা (১৮১৩ খৃঃ) ১৭০০—১৭২২ পৃঃ। ফিলিক্স কেরির ইংলণ্ডের ইতিহাস (১৮১৯ খৃঃ) ১৭২২—১৭২৭ পৃঃ। রাজ-বিবরণ (১৮২০ খৃঃ) ১৭২৭—১৭৩৪ পৃঃ। শ্রীপ্রমথনাথ শর্ম্মণের নব-বাবু-বিলাস (১৮২৩ খৃঃ) ১৭৩৪—১৭৪০ পৃঃ। ভারতবর্ষে ইংগ্লণ্ডীয়ের দের রাজ-বিবরণ (১৮৩১ খৃঃ) ১৭৪০—১৭৫৩ পৃঃ। রাজা রামমোহন রায়ের বাঙ্গলা রচনা (১৭৭৪—১৮৩৩ খৃঃ) ১৭৫৩—১৭৬৪ পৃঃ। রাসসুন্দরীর জীবনী (খৃঃ ১৯শ শতাব্দী) ১৭৬৪—১৭৮৫ পৃঃ। গোলোকনাথ শর্ম্মার হিতোপদেশ (১৮০১ খৃঃ) ১৭৮৫—১৭৮৭ পৃঃ। মৃত্যুঞ্জয় শর্ম্মার হিতোপদেশ (১৮০১ খৃঃ) ১৭৮৭—১৭৮৯ পৃঃ। সদ্গুণ ও বীর্য্যের ইতিহাস ১৭৮৯—১৭৯১ পৃঃ। সাধুভাষায় ব্যাকরণ-সার-সংগ্রহ (১৮৪০ খৃঃ) ১৭৯১—১৭৯৩ পৃঃ। বাঙ্গলা ব্যাকরণ (১৮৫০ খৃঃ) ১৭৯৩—১৭৯৬ পৃঃ। মহর্ষি দেবেন্দ্রনাথের জীবনী (খৃঃ ১৯শ শতাব্দী) ১৭৯৬—১৮০৮ পৃঃ। কালীকমল সার্ব্বভৌম-প্রণীত বগুড়া-বৃত্তান্ত (খৃঃ ১৯শ শতাব্দী) ১৮০৮—১৮০৯ পৃঃ। ঈশ্বরচন্দ্র গুপ্তের বাঙ্গালা গদ্য (১৮১১ খৃঃ) ১৮০৯—১৮১৬ পৃঃ। অক্ষয় কুমার দত্তের স্ত্রীশিক্ষার প্রয়োজন (খৃঃ ১৯শ শতাব্দী) ১৮১৬—১৮১৯ পৃঃ।
রামশঙ্কর দত্তের রামায়ণ (১৬৬৫ খৃঃ) ১৮২১—১৮২৫ পৃঃ। জয়কৃষ্ণ দাসের বৈষ্ণব-দিগ্দর্শন (খৃঃ ১৭শ শতাব্দী) ১৮২৫—১৮২৯ পৃঃ। তত্র প্রথম সপিণ্ডাদি বিচার-প্রবৃত্তি (খৃঃ ১৭শ শতাব্দী) ১৮২৯—১৮৩৪ পৃঃ। লালশশী-বিরচিত কর্ত্তাভজাদের গান (খৃঃ ১৮শ শতাব্দী) ১৮৩৪—১৮৫০ পৃঃ। সমসের গাজির পুথি (খৃঃ ১৮শ শতাব্দী) ১৮৫০—১৮৬০ পৃঃ। মায়া-তিমির-চন্দ্রিকা (খৃঃ ১৮শ শতাব্দী) ১৮৬০—১৮৭২ পৃঃ। আনন্দময়ী (খৃঃ ১৮শ শতাব্দী) ১৮৭২—১৮৭৪ পৃঃ। গঙ্গামণি দেবী (খৃঃ ১৯শ শতাব্দী) ১৮৭৪ পৃঃ। উজ্জ্বল-চন্দ্রিকা (১৭৮৫ খৃঃ) ১৮৭৫—১৮৮৫ পৃঃ। রাধামাধব ঘোষ-রচিত বৃহৎ সারাবলী (খৃঃ ১৮শ শতাব্দী) ১৮৮৫—১৮৯৪ পৃঃ। বিবিধ গানঃ—কৃষক-কবি কাবেল-কামিনী (খৃঃ ১৯শ শতাব্দী) ১৮৯৪—১৮৯৫ পৃঃ; পাগলা কানাই (খৃঃ ১৯শ শতাব্দী) ১৮৯৫—১৮৯৬ পৃঃ। বিবিধ প্রাচীন গান ১৮৯৬—১৮৯৯ পৃঃ। শিবদুর্গার প্রাচীন গান ১৮৯৯—১৯০৪।
অনুক্রমণিকা |
১৯০৫—১৯৬৩ পৃঃ। | |
দুরূহ শব্দার্থ-সূচী |
১৯৬৪—১৯৭৪ পৃঃ। |